সপ্তাহজুড়ে ব্লকে ১৮০ কোটি টাকার লেনদেন
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২৯ জুলাই থেকে ২ আগস্ট) ৩২টি প্রতিষ্ঠান ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দুটি মিউচ্যুয়াল ফান্ড এবং বাকি ৩০টি কোম্পানি। এসব প্রতিষ্ঠানের ১৭৯ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩১ কোটি তিন লাখ ৩১ হাজার টাকা বা ২১ শতাংশ বেশি। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ১৪৮ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার লেনদেন হয়েছিল।
গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া মিউচ্যুয়াল ফান্ড দুটি হলো গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বৃটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, স্যোসাল ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সালভো কেমিক্যাল, সায়হাম টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, অ্যাকটিভ ফাইন, অ্যাপেক্স ট্যানারি, বঙ্গজ, বিডি অটোকার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পেনিনসুলা, সিনোবাংলা, ইউনাইটেড পাওয়ার, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু সিরামিক, সিঙ্গার, প্যারামাউন্ট টেক্সটাইল, লিগ্যাছি ফুটওয়্যার, এইচআর টেক্সটাইল, বিবিএস কেবলস, ইফাদ অটোস এবং আইটি কনসালটেন্টস।
গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকোর। কোম্পানিটির ৮০ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকায় দুই লাখ ৪৯ হাজার ১৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে স্যোসাল ইসলামী ব্যাংকের।
এছাড়া এইচআর টেক্সটাইলের ৮ কোটি ১৭ লাখ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৪ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা, সিঙ্গারের ৪ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, বিডি অটোকারসের ৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা, প্রাইম ব্যাংকের ৩ কোটি ৬ লাখ টাকা, ইফাদ অটোসের ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩৬ লাখ টাকা, পেনিনসুলার ১ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা, যমুনা ব্যাংকের ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোট ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাকি কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে কোটি টাকার নিচে। এর মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ৯৪ লাখ ২০ হাজার টাকা, ওয়ান ব্যাংকের ৮৫ লাখ ১০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের ৩৪ লাখ ১০ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ৩০ লাখ ৪০ হাজার টাকা, সিটি ব্যাংকের ৩০ লাখ টাকা, অ্যাপেক্স ট্যানারির ২৭ লাখ ১০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৫০ হাজার টাকা, বিবিএস কেবলসের ২৯ লাখ ৮০ হাজার টাকা, বঙ্গজের ১৩ লাখ ৮০ হাজার টাকা এবং আইটি কনসালটেন্টসের ১২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১০ লাখ টাকার নিচে শেয়ার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু সিরামিকের ৯ লাখ টাকা, সিনোবাংলার ৬ লাখ ৬০ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬ লাখ ৫০ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৬ লাখ ১০ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ৬ লাখ ১০ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৫ লাখ ৭০ হাজার টাকা এবং একটিভ ফাইনের ৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর মিউচ্যুয়াল ফান্ড দুটির মধ্যে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯৩ লাখ টাকা এবং গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪০ লাখ টাকা ইউনিট লেনদেন হয়েছে।
এমএএস/বিএ/পিআর