বিদেশে অর্থ পাঠাতে লাগবে ইন্টারন্যাশনাল ট্যাক্স উইংয়ের সনদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৩ জুলাই ২০১৮

দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় বিদেশে অর্থ পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘ইন্টারন্যাশনাল ট্যাক্স’ শাখার সনদ নিতে হবে।

সোমবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। সম্প্রতি এনবিআরের এক পত্রের আলোকে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে এ নির্দেশনা মেনে চলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, বর্তমান বিশ্বের ৩৩টি দেশের সঙ্গে দ্বৈত করারোপন পরিহার চুক্তি রয়েছে। ওই চুক্তির মাধ্যমে উভয় দেশ সমঝোতার ভিত্তিতে করের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। এ সুবিধা নিয়ে ওই সব দেশের প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি বাংলাদেশ থেকে তাদের অর্জিত অর্থ নিজ দেশে পাঠানোর সময় হ্রাসকৃত হারে উৎসে কর পরিশোধ করতে পারে। তবে এ ক্ষেত্রে হ্রাসকৃত করের হার বা উৎসে কর কর্তন ছাড়াই বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির ক্ষেত্রে দ্বৈত করারোপন চুক্তির আওতায় কি পরিমাণ কর কর্তন আইন সঙ্গত এ সম্পর্কিত এনবিআরের সুনির্দিষ্ট অনুমোদন নেয়ার আবশ্যকতা রয়েছে।

এ অবস্থায়, জাতীয় রাজস্বের স্বার্থে ব্যাংকগুলো কর্তৃক বিভিন্ন সংস্থা বা ব্যক্তি বা দেশে বিনিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে এনবিআরের সংশ্লিষ্ট শাখার প্রত্যয়নপত্র ছাড়া দ্বৈত করারোপন পরিহার চুক্তির সুবিধা না দেয়ার বিষয়টি কঠোর নজরদারী ও পরিবীক্ষণের আওতায় আনা একান্ত প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

বিষয়টি উল্লেখ করে গত ৫ জুলাই বাংলাদেশ ব্যাংককে পত্র দেয় এনবিআর। ওই পত্রের আলোকে সোমবার এক সার্কুলার জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।