সাদ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৭ জুলাই ২০১৮

‘জেড’ গ্রুপের শেয়ার ক্রয়ে নগদ হিসাবে মার্জিন সুবিধা দেয়ায় সাদ সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা এবং অ্যাডজাস্টমেন্ট সুবিধা দেয়ায় সালতা ক্যাপিটালকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৫১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, কমিশনের তদন্ত দলের প্রতিবেদনে উঠে এসেছে সাদ সিকিউরিটিজ গ্রাহককে জেড গ্রুপের শেয়ার ক্রয়ে নগদ হিসাবে মার্জিন সুবিধা দিয়েছে। এর মাধ্যমে সিকিউরিটিজ হাউসটি মার্জিন রুল ১৯৯৯ এর রুল ৩ এর সাব রুল ১ ও ২ লঙ্ঘন করেছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে সালতা ক্যাপিটাল গ্রাহকদের জেড গ্রুপের শেয়ার ক্রয়ে অ্যাডজাস্টমেন্ট সুবিধা দিয়েছে। এর মাধ্যমে ২০০৮ সালের ৩১ জানুয়ারি জারি করা কমিশনের আদেশ (এসইসি/এসআরএমআইডি/৯৪-২৩১/১৬৪০) লঙ্ঘন হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এমএএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।