বেসিক ব্যাংকের সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৬ জুলাই ২০১৮

রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপ।

সোমবার বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান এবং আরএফএল গ্রুপ-এর পরিচালক (কার্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই এমওইউ এর আওতায় কুমিল্লার লালমাইয়ে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা এবং হবিগঞ্জের রোকনপুরের ডিপোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা বেসিক ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে বেতন-ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থ, মহাব্যবস্থাপকবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআই/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।