শিগগিরই বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৬ জুলাই ২০১৮

বাংলাদেশ ও মরক্কোর মধ্যে সমুদ্রপথে সরাসরি বাণিজ্যিক জাহাজ (মার্চেন্ট শিপ) চলাচলের লক্ষ্যে দু’দেশ কাজ করছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত হবে। চট্টগ্রাম বন্দর এবং মরক্কোর তানজেন মেড বন্দরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে।

সোমবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হুরোরোর সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং মরক্কো দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর হামিদ মাচৌর এ সময় উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।