সূচকের মিশ্রপ্রবণতায় শেষ হলো লেনদেন
দেশের পুঁজিবাজারে টানা কয়েকদিন সূচকের উত্থান ধারা অব্যাহত থাকলেও বুধবার মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ২০২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম।
মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ১৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯২ পয়েন্ট এবং সিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭৯ পয়েন্ট ও শরীয়া সূচক সিএসআই ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬০ পয়েন্ট অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১০৩টির, কমেছে ১৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৮৩ লাখ টাকা।
এসআই/আরআইপি