কমেছে রাইট, বেড়েছে আইপিও-বোনাস ইস্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১২ এএম, ৩০ জুন ২০১৮

বিদায়ের পথে থাকা ২০১৭-১৮ অর্থবছরে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর রাইট শেয়ার ইস্যুর পরিমাণ কমেছে। তবে বেড়েছে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও বোনাস শেয়ার ইস্যুর পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে পুঁজিবাজার থেকে আইপিও’র মাধ্যমে অর্থ উত্তোলন করেছে ১১টি প্রতিষ্ঠান। আর বোনাস শেয়ার ইস্যু করেছে ১৪৮টি প্রতিষ্ঠান। অপরদিকে রাইট শেয়ার ইস্যু করেছে ৩টি কোম্পানি। অর্থবছরটিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে ৯টি প্রতিষ্ঠান।

আইপিও :

২০১৭-১৮ অর্থবছরে শেয়ারবাজার থেকে ২টি মিউচ্যুয়াল ফান্ডসহ মোট ১১টি প্রতিষ্ঠান আইপিও’র মাধ্যমে ৫৪১ কোটি ২৫ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছে। এর মধ্যে ৩টি কোম্পানি প্রিমিয়াম নিয়েছে। প্রিমিয়াম বাবদ কোম্পানি তিনটির নেয়া অর্থের পরিমাণ ২৭৪ কোটি ৩৩ লাখ টাকা।

অপরদিকে ২০১৬-১৭ অর্থবছরে ৩টি মিউচ্যুয়াল ফান্ডসহ মোট ৯টি প্রতিষ্ঠান আইপিও’র মাধ্যমে ৩৯০ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। সে হিসাবে ২০১৭-১৮ অর্থবছরে আইপিওতে আগের অর্থবছরের তুলনায় ২টি প্রতিষ্ঠান বেশি এসেছে এবং আইপিও’র মাধ্যমে মূলধন সংগ্রহের পরিমাণ বেড়েছে ১৫১ কোটি ২৫ লাখ টাকা।

তালিকাভুক্তি :

২০১৭-১৮ অর্থবছরে ২টি মিউচ্যুয়াল ফান্ডসহ মোট ৯টি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ৬৭৫ কোটি ৬৯ লাখ টাকা। আগের অর্থবছরে (২০১৬-১৭) ৩টি মিউচ্যুয়াল ফান্ডসহ ৯টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৯০৫ কোটি ৮ লাখ টাকা।

রাইট শেয়ার ইস্যু :

২০১৭-১৮ অর্থবছরে ৩টি কোম্পানি ৩৩ কোটি ৭ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৯২ কোটি ৯১ লাখ টাকা মূলধন সংগ্রহ করেছে৷ এর মধ্যে ১টি কোম্পানি প্রিমিয়াম বাবদ ৬২ কোটি ১৯ লাখ টাকা নিয়েছে। আগের বছর ৪টি কোম্পানি ৮৫ কোটি ৮১ লাখ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে ১ হাজার ৪১ কোটি ৯৭ লাখ টাকা৷ এরমধ্যে ২টি কোম্পানি প্রিমিয়াম বাবদ নেয় ১৮৩ কোটি ৮৩ লাখ টাকা।

বোনাস শেয়ার :

২০১৭-১৮ অর্থবছরে বিভিন্ন খাতের ১৪৮টি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দিয়েছে ৪২৭ কোটি ৯০ লাখটি। এর মাধ্যমে কোম্পানিগুলো ৪ হাজার ২৭৭ কোটি ২০ লাখ টাকা মূলধন বৃদ্ধি করেছে। আগের অর্থবছর (২০১৬-১৭) ১১৭টি কোম্পানি ১৮৮ কোটি ৩০ লাখ বোনাস শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধির পরিমাণ ছিল ১ হাজার ৮৯৮ কোটি ১০ লাখ টাকা।

২০১৭-১৮ অর্থবছরে বোনাস শেয়ার দেয়া কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক খাতের ২১টি, আর্থিক খাতের ১২টি, প্রকৌশল খাতের ২৩টি, খাদ্য ও আনুসাঙ্গিক খাতের ৬টি, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ৬টি, জুট খাতের ১টি, টেক্সটাইল খাতের ২৬টি, ওষুধ ও রসায়ন খাতের ১২টি, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাতের ২টি, সিমেন্ট খাতের ১টি, আইটি খাতের ৪টি, ট্যানারি খাতের ২টি, সিরামিক খাতের ৩টি, বীমা খাতের ২৩টি এবং বিবিধ খাতের ৬টি প্রতিষ্ঠান রয়েছে।

এমএএস/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।