পল্লী বিদ্যুতের তার দেবে বিবিএস কেবলস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৮ জুন ২০১৮

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবিকে সাড়ে ৯৩ কোটি টাকার তার সরবরাহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, তার সরবরাহের বিষয়ে বিবিএস কেবলস বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) পেয়েছে। আগামী ২৮ দিনের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হবে। আর চুক্তি সইয়ের চার মাসের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে তার সরবরাহ করবে বিবিএস কেবলস।

ডিএসইর তথ্য অনুযায়ী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ২৪ হাজার ২৪২ কিলোমিটার তার সরবরাহ করবে বিবিএস কেবলস। যার বাজার মূল্য ৯৩ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ১৮০ টাকা।

ডিএসই আরও জানিয়েছে, বিবিএস কেবলসের ১৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের কাছে। ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে তার সরবরাহ করলে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের মুনাফায় তার ইতিবাচক প্রভাব পড়বে।

এমএএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।