কাল চট্টগ্রামে শুরু হচ্ছে আবাসন মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৭ জুন ২০১৮

বন্দরনগরী চট্টগ্রামে কাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে চারদিনব্যাপী আবাসন মেলা। ২৮ জুন শুরু হওয়া এ মেলা চলবে ১ জুলাই পর্যন্ত।

চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লুতে পূর্বাচল আমেরিকান সিটির এককভাবে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করেছে বাংলাদেশের আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এবার হোক-জমিতেই বিনিয়োগ’ স্লোগানকে সামনে রেখে ইউএস-বাংলা অ্যাসেটস এ মেলায় দিচ্ছে সুবর্ণ সুযোগ। পূর্বাচল আমেরিকান সিটিতে পাঁচ (পাঁচ) বছরে এককালীন বিনিয়োগে তিনগুণ প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে ইউএস-বাংলা অ্যাসেটস।

পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। জনসংখ্যার আধিক্যের কারণে দেশে দিন দিন আবাসন সংকট প্রকট আকার ধারণ করছে।

আবাসন সংকট নিরসনে ইউএস-বাংলা গ্রুপ ঢাকার অতি সন্নিকটে নতুন ঢাকা খ্যাত পূর্বাচলে (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিট দূরত্বে) গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, খোলা মাঠসহ সবুজে ঘেরা একটি আধুনিক শহরের রূপ নিবে, যা একটি আধুনিক শহরের দৃষ্টান্ত হয়ে থাকবে।

পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে থাকছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক হোটেল, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স, নাইন হোল গলফ কোর্স, হেলিপোর্ট, ১৬৪ ফুট প্রশস্ত রাস্তা, ১৫০ ফুট প্রশস্ত লেক, ১০ ফুট প্রশস্ত ফুটপাথ, ১২ ফুট প্রশস্ত গ্রিন জোন এবং স্বনামধন্য আন্তর্জাতিক বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড কোয়ার্টারসহ নানা প্রতিষ্ঠান।

বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে আকর্ষণীয় মূল্যে বিভিন্ন সাইজের কিছু সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে। এ ছাড়া প্রকল্পে বাউন্ডারি ওয়ালসহ আবাসিক/ কমার্শিয়াল/ হাসপাতাল/ ইন্সটিটিউশন/ শপিং কমপ্লেক্স/ কনভেনশন সেন্টার/ ব্যাংক/ কর্পোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/ কিস্তিতে বিক্রয় চলছে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন ও হস্তান্তরের সুযোগ থাকছে। এ ছাড়া মেলায় বুকিং দিলেই সিঙ্গাপুর, মালয়শিয়া কিংবা ব্যাংককে তিনদিন দুইরাত থাকার সুবর্ণ সুযোগ রয়েছে।

উল্লেখ্য, পূর্বাচল আমেরিকান সিটি, ইউএস-বাংলা অ্যাসেটসের অন্যতম প্রকল্প। ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা এয়ারলাইন্স, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ইউএস-বাংলা লেদার, ইউএস-বাংলা ফুটওয়্যার, ইউএস-বাংলা অটোমোবাইলস, ইউএসবি এক্সপ্রেসসহ নানাবিধ প্রতিষ্ঠান।

এসআই/আরএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।