সোনার চাহিদা বেড়েছে এশিয়ায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৫ জুন ২০১৮
ছবি-ফাইল

দাম কমায় এশিয়াতে সোনার চাহিদা বেড়েছে। বিশ্ববাজারে গত বৃহস্পতিবার স্পট সোনার দাম কমে প্রতি আউন্স এক হাজার ২৬০ ডলার হয়েছে, যা গত ১৯ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ছে—এমন আশঙ্কায় সোনার দাম কমেছে এবং ডলারের দাম বেড়ে ১১ মাসে সর্বোচ্চ হয়েছে।

মুম্বাইভিত্তিক পাইকারি প্রতিষ্ঠান চেনাজি নারসিংজির মালিক অশোক জেইন বলেন, দাম কমায় সোনার চাহিদা কিছুটা বেড়েছে। তবে এখনও অনেকেই আরও দাম কমার অপেক্ষায় আছেন।

ভারতে আজ (সোমবার) ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ২৯ হাজার ৯৯০ রুপি। আর ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রামের দাম ৩১ হাজার ৪৬০ রুপি। যা গত সপ্তাহের চেয়ে ৩ শতাংশ কম।

অপরদিকে সিঙ্গাপুরে আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৩৭ দশমিক ৪৬ মার্কিন ডলারে, আর ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪০ দশমিক ৮৭ মার্কিন ডলার।

এদিকে মুম্বাইভিত্তিক একজন সোনা আমদানিকারক জানান, দাম আরও কমতে পারে এ চিন্তায় অনেক খুচরা প্রতিষ্ঠান এখন সোনা ক্রয় স্থগিত করেছে। ব্যবসায়ীদের ধারণা প্রতি আউন্স সোনার মূল্য ১ হাজার ২৫০ ডলারে নেমে আসবে।

ভারত ছাড়াও সোনার সবচেয়ে বড় ভোক্তা দেশ চীন, সিঙ্গাপুর এবং জাপানেও সোনার দাম কমেছে। সূত্র : রয়টার্স।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।