পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে ইউসিবির চুক্তি স্বাক্ষর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৬ জুন ২০১৮

২১ মে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজাল এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) হোসেন পাটোয়ারী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাহবুবুল বাশার, সদস্য-সমিতি ব্যবস্থাপনা, নাজমুল হক, কন্ট্রোলার (অর্থ ও হিসাব), ইভিপি এবং ইউসিবি এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান মো. খিরকিল নওয়াজ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

এই চুক্তির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্থ গ্রাহকরা ইউসিবি এজেন্ট ব্যাংকিং আউটলেটে তাদের বৈদ্যুতিক বিল পরিশোধ করতে সক্ষম হবেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।