বিশ্ববাজারে তুলার দাম কমতে পারে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৫ জুন ২০১৮
ছবি-ফাইল

এ বছর যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদন প্রায় ৭ শতাংশ কমবে বলে জানিয়েছে দেশটির কৃষি বিভাগ ইউএসডিএ। সংস্থাটি বলছে, এ বছর ১৯.৫ মিলিয়ন ব্যাল তুলা উৎপাদন হবে, যা ২০১৭ সালের চেয়ে প্রায় ৭ শতাংশ কম। অন্য আরেকটি প্রতিবেদনের তথ্য মতে, এ বছর যুক্তরাষ্ট্রের ১৩.৪৭ মিলিয়ন একর জমিতে তুলা চাষ হবে, যা ২০১৭ সালের চেয়ে ৯ লাখ একর বেশি হবে।

ইউএসডিএর অর্থনৈতিক গবেষণা বিভাগ জানায়, গত বছর কৃষকরা তুলার দাম ভালো পাওয়ায় এ বছর আবাদ বাড়িয়েছে। সংস্থাটি আরও বলছে, বিশ্ববাজারে ভারতের তুলা সরবরাহ বেড়েছে। ফলে এ খাতের শীর্ষ রফতানিকারক অস্ট্রেলিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিযোগিতা বাড়বে। এতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ পণ্যের দাম কমতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

ভারতের জয়দ্বীপ কটন ফাইবারস প্রাইভেট লিমিটেডের সিইও চিরাগ পেটেল জানান, বিশ্ববাজারে ভারতের তুলার দাম কম থাকায় বাংলাদেশ, ভিয়েতনাম ও পাকিস্তানের ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্রয় করছে।

কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএআই) প্রেসিডেন্ট অতুল গানত্র বলেন, ‘এ মৌসুমে ভারত ৬০ লাখ ব্যালের বেশি তুলা রফতানি করতে পারবে, যা আগের হিসাব থেকে এক-পঞ্চমাংশ বেশি। ৩০ সেপ্টেম্বর এ মৌসুম শেষ হবে বলে তিনি জানান।

সূত্র: রয়টার্স

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।