কর্পোরেট গভর্নেন্স কোড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৩ জুন ২০১৮

কর্পোরেট গভর্নেন্স কোডের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৬তম নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়।

রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোডটির খসড়ার ওপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যা শিগগিরই বাংলাদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে।

এদিকে খসড়া কর্পোরেট গভর্নেন্স কোডের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজারস অংশটি উক্ত কোডে অন্তর্ভুক্ত করার পরিবর্তে, উল্লিখিত অংশের শর্তসমূহ জনমত জরিপে প্রাপ্ত মতামত পর্যালোচনা পূর্বক সংশোধিত আকারে অন্তর্ভুক্ত করে একটি পৃথক নোটিফিকেশন জারি করার চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে কমিশন।

এমএএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।