দেড় বছর আগের অবস্থানে ডিএসইর প্রধান সূচক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৩ জুন ২০১৮

টানা দরপতনে দেড় বছর আগের অবস্থানে ফিরে গেছে প্রধান শেরায়বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতনের মাধ্যমে টানা পাঁচ কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এ পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪০ পয়েন্ট।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৭ পয়েন্টে। যা ২০১৭ সালের ১১ জানুয়ারি বা ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

এদিন ডিএসইতে ৪২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৬২ লাখ টাকা বা ১৮ শতাংশ।

ডিএসইতে হাত বদল হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৫টির বা ৩৪ দশমিক ১২ শতাংশ কোম্পানির। আর কমেছে ১৮২টি বা ৫৪ দশমিক শূন্য ১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১১ দশমিক ৮৭ শতাংশ কোম্পানির দর।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৩৮৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১০, সিএসই-৩০ সূচক ১০৯, সিএসসিএক্স ৬৫ ও সিএসআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৩, ১৪৮৩২, ৯৯১২ ও ১০৯৩ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ১৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

এমএএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।