ঈদে দেশীয় এয়ারলাইন্সের বাড়তি ৬৩ ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৩ জুন ২০১৮

যাত্রীদের মাত্রাতিরিক্ত চাপ ও বাড়তি আয় করতে এবার ঈদে বাড়তি ৬৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলো। ঈদকে সামনে রেখে দেশীয় ঘরমুখো মানুষের কথা মাথায় রেখেই বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে চলবে এ ৬৩টি ফ্লাইট।

সূত্র জানায়, ঈদে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪টি ফ্লাইট পরিচালনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ ৩৫টি এবং নভোএয়ার নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ২৪টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

এয়ারলাইন্সগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক এ অনুমোদন দেয় বলে জানা গেছে।

প্রবাসীদের জন্যও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে কোনো কোনো এয়ারলাইন্স। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের কথা মাথায় রেখে এবার রিজেন্ট এয়ারওয়েজ কুয়ালালামপুর-টু-ঢাকা রুটে ৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের পরিচালক সোহেল মজিদ।

তিনি জানান, ঈদে প্রবাসীরা যেন প্রিয়জনদের সাথে ঈদ করতে পারে- এই চিন্তা থেকেই কুয়ালালামপুর রুটে বাড়তি ফ্লাইট চালাবে রিজেন্ট।

এদিকে ইউএস-বাংলার মুখপাত্র কামরুল ইসলাম জানিয়েছেন, এবার ঈদে ঢাকা-সৈয়দপুরে ১২টি, যশোর রুটে ১৭টি, রাজশাহীতে চারটি, বরিশালে রুটে দুটি মিলে মোট ৩৫টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ইউএস-বাংলার ৭-১৫ জুন নিয়মিত ফ্লাইটের সংখ্যা ৪৭টি।

তিনি বলেন, আমরা যাত্রীদের চাহিদা বিবেচনা করে অতিরিক্ত ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছি। ঈদকে সামনে রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চারটি অতিরিক্ত ফ্লাইট চালাবে।

ঢাকা, বরিশাল, রাজশাহী ও সৈয়দপুর রুটে এসব ফ্লাইট চলবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

আরএম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।