বিশ্বে ইলেকট্রিক গাড়ি বিক্রি বেড়েছে ৫০ শতাংশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ এএম, ০৩ জুন ২০১৮

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বুধবার (৩০ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর বিশ্বে ইলেকট্রিক গাড়ি বিক্রি বেড়েছে ৫৪ শতাংশ। এ গাড়ির সবচেয়ে বড় বাজার চীনেও বিক্রি ৫০ শতাংশ বেড়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সরকারি নীতি সহায়তার পাশাপাশি উৎপাদন ব্যয় কমায় আগামী ২০৩০ সাল নাগাদ ইলেকট্রিক গাড়ি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হবে। ২০৩০ সালে নাগাদ সড়কে ইলেকট্রিক লাইট-ডিউটি গাড়ির সংখ্যা দাঁড়াবে ১২৫ মিলিয়ন। নীতি সহায়তা আরও বাড়ানো হলে ২০৩০ সালে সড়কগুলোতে ইলেকট্রিক গাড়ির সংখ্যা হবে ২২০ মিলিয়ন।

সংস্থাটি মনে করছে, ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির অর্ডার পেট্রল ও ডিজেলচালিত গাড়িকে ছাড়িয়ে যাবে। সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বাজার থাকবে চীন। বিক্রি শেয়ারের দিক থেকে শীর্ষে থাকবে নরওয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে (ই্ইউ) সাম্প্রতিক কার্বন গ্যাস নির্গমনের যে মানদণ্ড প্রস্তাব করেছে, তাতে এ অঞ্চলে ইলেকট্রিক গাড়ি আবশ্যক হয়ে উঠবে। পাশাপাশি, সরকারি কঠোর নীতির কারণে ক্যালিফোর্নিয়া এবং চীনেও একইভাবে ইলেকট্রিক গাড়ি আবশ্যক হয়ে উঠতে পারে। ইউরোপীয় ইউনিয়ন গ্রিন হাউস গ্যাস নির্গমন ৪০ শতাংশ কমাতে চায়, সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২৭ শতাংশ বাড়াতে চায়। এ লক্ষ্য পূরণ করতে হলে এ অঞ্চলে ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক করতে হবে।

২০৪০ সাল নাগাদ পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধ করার ঘোষণা দিতে যাচ্ছে ফ্রান্স। দেশটি ইউরোপে জার্মানির পর গাড়ির দ্বিতীয় বৃহৎ বাজার।

সূত্র: এএফপি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।