গুলশানে ৬ প্র‌তিষ্ঠান‌কে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ এএম, ২৯ মে ২০১৮

মোড়‌কে মূল্য লেখা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বি‌ক্রির দা‌য়ে ছয় প্র‌তিষ্ঠান‌কে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগু‌লো হলো- হার‌ফি, কোল্ড স্টোন, রস, গ্লোব স্টোর, অ‌নিলা সুইটস এবং আলাউ‌দ্দিন ট্রেড।

সোমবার রাজধানীর গুলশান এলাকায় বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে এসব প্র‌তিষ্ঠান‌কে জ‌রিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারায় ছয় প্র‌তিষ্ঠান‌কে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সা‌র্বিক তদারকি করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান প‌রিচালনা ক‌রেন সহকারী পরিচালক রজবী নাহার রজনী। অভিযানের সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ ও ১১ এর সদস্যরা।

উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ব‌লেন, সোমবার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ছয়টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।