প্রাইম ব্যাংকের ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৪ মে ২০১৮

প্রাইম ব্যাংকের ১৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ৭ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডররা।

এ বিষয়ে জনসংযোগ প্রধান মো. মনিরুজ্জামান জানান, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। এতে প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারপার্সন- নাসিম আনোয়ার হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি. এম. খুরশীদ আলম, পরিচালক সালমা হক, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মো. শাহাদাত হোসেন, মাফিজ আহমেদ ভূঁইয়া, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস), এম ফরহাদ হোসেন, সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব।

এমএএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।