চারলেন সড়ক বাস্তবায়নে এডিবির ইতিবাচক সাড়া
টেকেরহাট-কুয়াকাটা, সিলেট থেকে তামাবিল ও সোনাপুর থেকে জোরারগাছ পর্যন্ত সড়ককে চারলেনে উন্নীত করার আর্থিক প্রস্তাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ফিলিপাইনের ম্যানিলায় এডিবি’র সদর দপ্তরে এডিবির প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ১৮শ` কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীত করার লক্ষ্যে এডিবি কর্তৃক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে। ইকোনোমিক রিলেসন্স ডিভিশনের (ইআরডি) মাধ্যমে শিগগিরই বাংলাদেশ থেকে এডিবি’র সদর দপ্তরে এর প্রস্তাব পাঠানো হবে।
এ সময় এডিবি’র প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ওবায়েদুল কাদের বলেন, দেশি-বিদেশি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের কাজ যথাসময়ে শেষ করতে সরকার সচেষ্ট।
বৈঠকে এডিবির প্রেসিডেন্ট টাকেহিকো নাকাও বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ দিন দিন উন্নত হচ্ছে। বাংলাদেশে এডিবির বিদ্যমান ঋণ কর্মসূচির পাশাপাশি আরো ঋণ বাড়ানো হবে।
বৈঠকে এডিবি প্রধান বাংলাদেশের অর্থনীতির চলমান গতিতে সন্তোষ প্রকাশ করেন এবং চলমান অর্থবছরে বাংলাদেশের সড়ক অবকাঠামো উন্নয়নে অর্থায়ন আরো বাড়ানোর আশ্বাস দেন।
বৈঠকে ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) জন গোমেজ উপস্থিত ছিলেন।
এআর/আরএস/পিআর