জয়পুরহাটে চেম্বারস অব কমার্সের ভোট গ্রহণ চলছে


প্রকাশিত: ০৮:৫০ এএম, ৩০ জুলাই ২০১৫

জয়পুরহাট চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। জেলা শহরের বাগিচাপাড়া এলাকায় চেম্বার্সের নিজস্ব ভবনে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

চেম্বার্সের নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে জয়পুরহাট ব্যবসায়ী পরিষদ ও জয়পুরহাট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে ব্যবসায়ীদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন আবদুল হাকিম মন্ডল ও জিয়াউল হক। অন্যদিকে জয়পুরহাট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন আমিনুল বারী ও মাহমুদুল হক।

এবারের নির্বাচনে সাধারণ শ্রেণিতে ১২ জন ও সহযোগী শ্রেণিতে ৬ জন প্রার্থী মিলিয়ে মোট ১৮ জন নির্বাচিত হবেন। সাধারণ শ্রেণিতে ভোটার সংখ্যা ৬০১ এবং সহযোগী শ্রেণিতে ১৬২ জন।

ব্যবসায়ী পরিষদের নেতা জিয়াউল হক বলেন, তারা সব সময় জেলার ব্যবসায়ীদের জন্য সোচ্চার ছিলেন ভবিষ্যতেও থাকবেন। অন্যদিকে, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা আমিনুল বারীও দাবি করেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা সব সময় কাজ করবেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।