দারাজ কিনলো আলিবাবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৮ মে ২০১৮

জার্মানির রকেট ইন্টারনেটের অঙ্গ প্রতিষ্ঠান ই-কমার্স দারাজকে কিনে নিয়েছে চীনা ই-কমার্স আলিবাবা। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালে অনলাইনে ব্যবসা চালিয়ে আসছিল দারাজ। এখন বিশ্বজুড়ে পরিচালিত আলিবাবার অধীনে চলবে দারাজ। তবে দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না।

মঙ্গলবার দারাজ বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে কত টাকা দিয়ে দারাজকে আলিবাবা কিনেছে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

উল্লেখ্য, দারাজ কার্যক্রম শুরু করে ২০১২ সালে। বাংলাদেশে দারাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে। এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএজিআইসি) একটি ই-কমার্স প্রতিষ্ঠান হলো দারাজ। আর এপিএজিআইসি হলো জার্মানভিত্তিক রকেট ইন্টারনেট ও অরেডোর একটি যৌথ উদ্যোগ।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।