দুই কার্যদিবসেই প্রধান সূচক কমলো দুই শতাংশ
গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে মাত্র দুই কার্যদিবস লেনদেন হয়েছে। এই দু’দিনই বড় পতন ঘটেছে শেয়ারবাজারে। ফলে মাত্র দুই কার্যদিবসেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে প্রায় দুই শতাংশ। সেই সঙ্গে বাকি দু’টি সূচকেরও বড় পতন হয়েছে।
গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১১৫ দশমিক ১১ পয়েন্ট বা ১ দশমিক ৯৮ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছে ২৯ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ। অপর দুটি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ কমেছে ৪৩ দশমিক ৫০ পয়েন্ট বা ২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৩২ দশমিক ৩৬ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ। আর ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহে কমেছে ২৪ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৮৬ শতাংশ। আগের সপ্তাহে এই সুচকটি কমে ২১ দশমিক ৯৪ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৯৮টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। মূল্য সূচকের সঙ্গে গত সপ্তাহে মোট লেনদেনের পরিমাণও কমেছে। অবশ্য দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। মোট লেনদেন কমার কারণ হলো গত সপ্তাহে তিন কার্যদিবস লেনদেন কম হয়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫০১ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩২ কোটি ৩৫ লাখ টাকা বা ৬ দশমিক ৪৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৬ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৫০৫ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ১ হাজার ৪৩৮ কোটি ৬৫ লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেনের ৯১ দশমিক ৩৯ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৪ দশমিক ৭৩ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ২ দশমিক ৮৭ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার এবং ১ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।
এদিকে মূল্য সূচকের পাশাপাশি ডিএসই’র বাজার মূলধনের পরিমাণ কিছুটা কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৪২ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৪ হাজার ৬৬৭ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৭৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৭ দশমিক ৪৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫৬ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ৮ শতাংশ। ২৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল। লেনদেনে এরপর রয়েছে, নাভানা সিএনজি, বিবিএস কেবলস, ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, গ্রামীণ ফোন এবং ইবনে সিনা।
এমএএস/ওআর/পিআর