সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৬৪ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২০ এপ্রিল ২০১৮

গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৫ কোটি টাকা বেশি। আগের সপ্তাহে এ মার্কেটে লেনদেন হয় ১৩৯ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয় ২৩টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, লিনডে বিডি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনেটা, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শাহজিবাজার পাওয়ার, ডরিন পাওয়ার, জেনারেশন নেক্সট, বৃটিশ আমেরিকান টোবাকো, এপেক্স ফুডস, অলিম্পিক, স্টাইল ক্রাফট, কে অ্যান্ড কিউ, উসমানিয়া গ্লাস, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে টাকার অঙ্কে সপ্তাহজুড়ে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। ব্লকে মার্কেটে ব্যাংকটির ৪৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৬৪৭টি শেয়ার হাত বদল হয়।

দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। এই জীবন বীমা কোম্পানিটির ২৩ লাখ ৮৯ হাজার ১০৭টি শেয়ার হাতবদল হয়।

তৃতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয় ২৯ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকটির ১ কোটি ২১ লাখ ৫০ হাজার শেয়ার হাত বদল হয়।

কোটি টাকার ওপরে লেনদেন হওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণফোনের ২২ কোটি ৫১ লাখ ৫০ হাজার, শাহজিবাজার পাওয়ারের ৭ কোটি ৬৩ লাখ, বৃটিশ আমেরিকান টোবাকোর ৪ কোটি ৪৮ লাখ ২০ হাজার, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ২৬ লাখ ৮০ হাজার, উসমানিয়া গ্লাসের ২ কোটি ৯৯ লাখ, অলিম্পিকের ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার, রেনেটার ২ কোটি ৯২ লাখ ২০ হাজার, ইউনাইটেড পাওয়ারের ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার এবং বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

বাকি কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফের ৭০ লাখ ২০ হাজার, আইডিএলসি ফাইন্যান্সের ৭০ লাখ, লিনডে বিডির ৬১ লাখ ৫০ হাজার, স্টাইলক্রাফটের ৪৩ লাখ ৯০ হাজার, এপেক্স ফুডসের ৩৬ লাখ ৪০ হাজার, ডরিন পাওয়ারের ২০ লাখ ২০ হাজার, জেনারেশন নেক্সটের ৭ লাখ ৩০ হাজার এবং কে অ্যান্ড কিউয়ের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেয়া দু’টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এলআর গ্লোবালের ৬৪ লাখ ৮০ হাজার এবং গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২৮ লাখ ৮০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এমএএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।