সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৩ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম বেড়ে হয়েছে ১০০ টাকা। তবে কাঁচা মরিচের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অধিকাংশ সবজির দাম। পেঁয়াজ রসুনও আগের দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বেড়ে যাওয়া ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, রাজধানীর কাঁচাবাজারগুলোতে টমেটো, বেগুন, শিম, লাউ, পেঁপে, করলা, ধেড়স, পটলসহ সব ধরনের সবজির সরবরাহ পর্যাপ্ত। সেই সঙ্গে লাউ শাক, ডাটা শাক, কলমি শাক, পাট শাক, লাল শাকে বাজার এখন ভরপুর। দামও তুলনামূলক কম।

কাঁচা মরিচের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, এক মাসের বেশি সময় ধরে কাঁচা মরিচের দাম কম ছিল। কিন্তু হঠাৎ আড়তে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। আড়তে কাঁচা মরিচের সরবরাহও কম।

খিলগাঁও তালতলা বাজারের ব্যবসায়ী মো. রবিউল বলেন, গত সপ্তাহে যে কাঁচা মরিচ ৪০ টাকা কেজিতে বিক্রি করেছি আজ (শুক্রবার) তা ১০০ টাকা কেজি। আড়ৎ থেকে দ্বিগুণ দামে কাঁচা মরিচ কিনতে হয়েছে। তাই বেশি দামে বিক্রি করা ছাড়া উপায়ও নেই।

মুদি দোকানগুলোতে বয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৪ টাকা থেকে ৩৬ টাকা হালি। ডিমের দামের বিষয়ে ব্যবসায়ী কামাল বলেন, গত সপ্তাহেই ডিমের দাম বেড়েছে। এখন এক হালি ডিম ৩৪ টাকা এবং একপিচ ডিম ৯ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে নতুন আসা সজনের ডাটার কেজি ৬০-৮০ টাকা। গত কয়েক সপ্তাহে বাজারে আসা এ সবজিটি অন্য সব সবজির চেয়ে দাম বেশি। এছাড়া পটল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে। একই দামে বিক্রি হচ্ছে বরবটি ও ঢেঁড়স। আগের সপ্তাহেও এ সবজিগুলোর দাম এমন ছিল।

কম দামের সবজির মধ্যে লাউ আগের সপ্তাহের মতোই প্রতি পিচ ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহে কিছুটা দাম কমলেও টমেটোর দাম কিছুটা বেড়ে ২০-৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুনের দাম অপরিবর্তিত রয়েছে। শিমও আগের সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গাজর ২০-২৫ টাকা, শশা ২০-২৫ টাকা, ছোট আকারের মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে।

লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক আগের সপ্তাহের মতো ৫-১০ টাকা আটি বিক্রি হচ্ছে। নতুন দেশি পেঁয়াজ আগের সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

রামপুরা বাজারে সবজি কিনতে আসা ফাতেমা বেগম বলেন, শাক-সবজির দাম আগের সপ্তাহের মতোই রয়েছে। কিন্তু কাঁচা মরিচের দাম অনেক বেড়েছে। গত সপ্তাহে এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ১০ টাকায় কিনেছিলাম, আজ এক পোয়া মরিচের দাম রেখেছে ২০ টাকা।

এমএএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।