এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

চলতি ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। এই সময়ে বাস্তবায়ন হয়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ, আগের বছর একই সময়ে বাস্তবায়ন হয়েছিল ৪৫ দশমিক ১৫ শতাংশ।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেসে আইএমইডি’র দেয়া তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে উন্নয়ন বরাদ্দের ৭১ হাজার ৯৪১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে বরাদ্দের ব্যয় হয়েছিলে ৫৩ হাজার ৮৬৪ কোটি টাকা।

মুস্তফা কামাল বলেন, এখন পর্যন্ত এডিপির বাস্তবায়ন ভালো হয়েছে। এখন আবহাওয়ার অবস্থাও ভালো। এভাবে চলতে থাকলে বছর শেষে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব হবে। গত বছরের চেয়ে এখনও বাস্তবায়ন চিত্র ভালো। চলতি অর্থ বছরের মূল এডিপির আকার ছিল ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা। এডিপিতে মূল প্রকল্প সংখ্যা ১ হাজার ৬৫৮টি, উপ-প্রকল্প ৫১টি এবং উন্নয়ন সহায়তা থেকে ৯টি প্রকল্প চলমান আছে।

এমএ/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।