আয়কর বিবরণীর সময় বৃদ্ধি


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

ব্যক্তি শ্রেণির কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় এক মাসের বেশি বাড়ানো হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য জানান।

তিনি জানান, এখনো যারা আয়কর বিবরণী দেননি তারা ২ নভেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন। হজ, ঈদ ও পূজার কারণে অনেক করদাতা আয়কর বিবরণী জমা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেননি। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আয়কর বিবরণী জমার সময় বাড়ানো হয়েছে।

এ বছর ৩১ অক্টোবর শুক্রবার ও ১ নভেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় ২ নভেম্বর রবিবার পর্যন্ত আয়কর বিবরণী জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে বলে এনবিআর-র জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান থাকলেও বিভিন্ন কারণে প্রতিবারই শেষ মুহূর্তে এসে সময় বাড়ানো হয়। গত বছর কয়েক দফায়  সময়  বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা নেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।