আগ্রাবাদে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সব বাণিজ্যিক ব্যাংক সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ওই অঞ্চলে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশে ব্যাংকের অফ সাইড সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

রোববার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

cel

সার্কুলারে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯/০৩/২০১৮ তারিখের পত্র নং-০৩.০০.০০০০.০৭৮.৪৬.০২১.১৬-৭৪ এর নির্দেশনার সূত্রে চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট আগ্রাবাদ এলাকায় অবস্থিত ব্যাংক শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।

আরও বলা হয়, এক্ষেত্রে ব্যাংকসমূহ প্রয়োজনে চট্টগ্রাম বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করে সংশ্লিষ্ট শাখা খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এমএ/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।