মূল্যস্ফীতির হার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

দেশে মূল্যস্ফীতির হার বেড়েছে। চলতি অর্থ বছরের মার্চে এই হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ। যা গত বছরের একই সময়ে এই হারছিল ৫ দশমিক ৩৮ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুসারে গ্রামে ও শহরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়েছে।

মার্চে গ্রামে সার্বিকভাবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশ, যা তার আগের বছরে ছিল ৫ দশমিক ১৯ শতাংশ। অন্যদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ, আগের বছরও এ হার একই ছিল।

মুস্তফা কামাল জানান, গত মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, যা তার আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৮৯ শতাংশ।

একই সঙ্গে খাদ্য বহির্ভূত পণ্যেও মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ, যা তার আগের বছর ছিল ৩ দশমিক ১৮ শতাংশ।

এমএ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।