কিশোরীদের জন্য এসেছে ‘ফ্রিডম টিনস’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০২ এপ্রিল ২০১৮

‘ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড। দেশের এক কোটি ৩০ লাখেরও বেশি কিশোরীর স্বাস্থ্যসেবা ও উন্নত লাইফস্টাইলকে উদ্বুদ্ধ করতে ‘ফ্রিডম’ নিয়ে এসেছে কিশোরীদের জন্য বিশেষ বৈশিষ্ট্য সংবলিত স্যানিটারি ন্যাপকিনের নতুন ভ্যারিয়েন্ট ‘ফ্রিডম টিনস’।

‘ফ্রিডম টিনস’ সম্পর্কে ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর বিলকিস মনসুর জানান, বাংলাদেশে মোট ৪ কোটি ৭০ লাখ নারীর পিরিয়ড হয়ে থাকে, তাদের মধ্যে এক কোটি ৩০ লাখ কিশোরী। পিরিয়ড নিয়ে এসব কিশোরীর মধ্যে নানারকমের ভয়ভীতি কাজ করে। এমনকি এ নিয়ে তারা খোলামেলা কথা বলতেও সংকোচ বোধ করে। কিশোরীদের হাইজেনিক লাইফস্টাইলকে উদ্বুদ্ধ করতে বিশেষ কটনি সফট টপ শিট, কালারফুল ডিজাইনের প্যাক এবং পাউচে ‘ফ্রিডম’ বাজারে নিয়ে এলো ‘ফ্রিডম টিনস’।

তিনি জানান, এসিআই লিমিটেডের নিজস্ব ফ্যাক্টরিতে অত্যাধুনিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই কটনি সফট টপ শিট দিয়ে তৈরি হয় ‘ফ্রিডম টিনস’, যা দেয় কোমল অনুভূতি। ন্যাপকিন ব্যবহারের সময় দুর্গন্ধমুক্ত রাখতে সহায়তা করতে ‘ফ্রিডম টিনস’ এ দেয়া আছে ওডোর লক সিস্টেম। আরও আছে সফট এবসরবেন্ট কোর, যা দেয় অধিক কার্যকর শোষণ ক্ষমতা।

পণ্যটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই কনজুমার ব্রান্ডস’র ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। এছাড়া এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, মার্কেটিং ম্যানেজার ইশতিয়াক আহমদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারারা এবং মাঠ পর্যায়ের বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।