বিদ্যুৎ বিভ্রাট : রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ৩০ মার্চ ২০১৮

ঝড়ো আবহাওয়ায় প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা চলাকালে ঝড়ের কারণে দুই দফায় প্রায় ঘণ্টাখানেক সময় বিদ্যুৎ ছিল না। ফলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে সমস্যা হয়। তাই লিখিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই পরীক্ষার নতুন তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

৩২৮ টি পদের বিপরীতে চার হাজার চাকরিপ্রত্যাশী শুক্রবার এই পরীক্ষায় অংশ নেন।

এসআই/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।