জেনিথ লাইফের সঙ্গে বিআরবি হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ৩০ মার্চ ২০১৮

পলিসি হোল্ডার এবং কর্মকর্তা-কর্মচারীদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা দিতে বিআরবি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে নতুন প্রজন্মের জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

জেনিথ লাইফের পক্ষে চুক্তিতে সই করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান এবং বিআরবি হাসপাতালের পক্ষে সিইও ডা. আবু আলতাফ হোসেন।

এ সময় জেনিথ লাইফের কোম্পানি সচিব ও জিএম (এইচআর) আবদুর রহমান, জিএম (অডিট) কে এম মনিরুজ্জামান, এজিএম (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার, বিআারবি হাসপাতালের এজিএম (মেডিকেল সার্ভিসেস) মো. রেজাউল হক ভুইয়া এবং কর্নেল মো. ফজলুল হক (অব.) প্রমুখ।

এমএএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।