দিনাজপুরে রিগ্যাল এম্পোরিয়ামের শোরুম চালু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১২ এএম, ৩০ মার্চ ২০১৮

বাড়ি ও অফিস সাজানোর নান্দনিক ডিজাইনের ফার্নিচার নিয়ে দিনাজপুরে রিগ্যাল এম্পোরিয়ামের একটি শোরুম চালু করা হয়েছে। সম্প্রতি জেলা সদরের গণেশতলায় আউটলেটটি উদ্বোধন করেন আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচারের মধ্যে রয়েছে খাট, সোফা, ডিভান, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রব, বুক সলফ ও এক্সক্লুসিভ রিডিং টেবিল। এছাড়া রয়েছে ঘর সাজানোর জন্য বেডশিট, ফুলের টবসহ নানান ধরনের পণ্য।

উদ্বোধন অনুষ্ঠানে আর এন পাল বলেন, গুণগত ও মানসম্পন্ন রিগ্যাল ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা এ আউটলেট থেকে ক্রয় করতে পারবেন। ক্রেতাদের সুবিধার্থে শিগগিরই সারা দেশে রিগ্যাল এম্পোরিয়ামের আউটলেট চালু করা হবে।

অনুষ্ঠানে রিগ্যাল এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।