কর কমিশনার হিসেবে পদোন্নতি পেলেন ৭ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন আয়কর অনুবিভাগের ৭ অতিরিক্ত কর কমিশনারকে শর্ত সাপেক্ষে কর কমিশনার হিসেবে পদোন্নতি (চলতি দায়িত্ব) এবং পদায়ন করা হয়েছে। এনবিআর-এর দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) আজম উদ্দীন তালুকদার স্বাক্ষরিত সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৯৯২ সালের জারি করা এক বিধি অনুযায়ী এ পদোন্নতি দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ঢাকা কর পরিদর্শন ও পরিদফতরের অতিরিক্ত কর কমিশনার মকবুল হোসেন পাইককে কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে কর অঞ্চল বরিশালে বদলি করা হয়েছে।

একই সঙ্গে কর আপীলাত অঞ্চল-২, ঢাকা, আপীলাত রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে কর অঞ্চল খুলনার কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-৮, ঢাকা পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবুল মনসুরকে কর অঞ্চল ময়মনসিংহ-এর কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল ময়মনসিংহ, পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. ফজলুর রহমানকে কর অঞ্চল রংপুর-এর কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-১৪, ঢাকা পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার আবু সাইদ মো. মুস্তাককে কর অঞ্চল বগুড়ার কর কমিশনার (চলতি দায়িত্ব), কর অঞ্চল-১০, ঢাকা পরিদর্শী রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনকে কর অঞ্চল সিলেটের কর কমিশনার (চলতি দায়িত্ব) এবং এনবিআরের প্রথম সচিব (কর) আবু মোহাম্মদ কামরুল হাসানকে কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

এমএ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।