হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
ঈদল উল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টায় ভারত-বাংলাদেশের পণ্য নিয়ে ট্রাক প্রবেশের মধ্যদিয়ে বন্দরের কার্যক্রম শুরু হয়।
বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাসেম আজাদ জানান, ঈদল উল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, পাঁচ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে আমদানি-রফতানি পাঁচ দিন বন্ধ থাকলেও হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুই দেশের নাগরিক পারাপার স্বাভাবিক ছিল।
এমদাদুল হক মিলন/এআরএ/এমআরআই