সিবি হর্নেট ১৬০আর নিয়ে এলো হোন্ডা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ১৬ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে উন্মোচন করে নতুন স্পোর্টস্ বাইক- সিবি হর্নেট ১৬০আর।

স্ট্রাইকিং গ্রিন, স্পোর্টস রেড এবং অ্যাথলেটিক ব্লু মেটালিক কালারে পাওয়া যাবে এটি। সঙ্গে মাসকুলার ট্যাংক, প্রশস্ত রেয়ার টায়ার, পেটাল ডিস্ক ব্রেক, এক্স আকৃতির এলইডি টেইল লাইট, ৫ স্পোকের স্প্লিট অ্যালয় চাকা এবং রিম স্ট্রিপের মতো স্পোর্টি ফিচার রয়েছে।

এছাড়া এর ১৬৩ সিসি ইঞ্জিন, ১৫.৩ পিএস নেট পাওয়ার, ১৪.৭৬ এনএম টর্ক, লো অ্যান্ড টর্কের জন্য তৈরি করা হয়েছে ইঞ্জিন। কম্পন হ্রাসের জন্য সংযুক্ত করা হয়েছে কাউন্টার ব্যালেন্স। ফুয়েল ইফিসিয়েন্সি, মনো-সাসপেনশন পাওয়ার নিয়ে সিবি হর্নেট ১৬০আর যাত্রা শুরু করেছে।

সিবি হর্নেট দিচ্ছে ‘দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পলিসি এবং ৪টি ফ্রি সার্ভিসিং। ১৭ ফেব্রুয়ারি সব হোন্ডা ডিলার শো রুমে পাওয়া যাচ্ছে বাইকটি।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।