অলটেক্স নিয়ে আবারও ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে বলে বিনিয়োগকারীদের আবারও সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার ডিএসইর ওয়েবসাইটে এ সতর্কবার্তা দেয়া হয়েছে।

ইতোপূর্বে গত বৃহস্পতিবার বিনিয়োগকারীদের একই বিষয়ে সতর্ক করেছিল ডিএসই। অর্থাৎ পর পর দুই কার্যদিবস একই কোম্পানির শেয়ারের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করলো ডিএসই।

রোববার ডিএসই জানিয়েছে, অলটেক্সের শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে নোটিশ পাঠানো হয়। জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এর আগে বৃহস্পতিবার ডিএসই জানিয়েছিল শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ১২ ফেব্রুয়ারি অরটেক্সকে নোটিশ পাঠানো হয়। সে সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একই উত্তর দেয়া হয়।

এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারির পর থেকেই 'জেড' গ্রুপে থাকা অলটেক্সের শেয়ারের দাম টানা বেড়েছে। ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১০ টাকা টাকা ৬০ পয়সা, যা টানা বেড়ে ১৪ ফেব্রুয়ারি ১৩ টাকা ১০ পয়সায় পৌঁছায়।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৪১ দশমিক ৯৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৫৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪ দশমিক ১০ শতাংশ শেয়ার।

এমএএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।