বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন দুই বিশিষ্টজন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

মৌলিক অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন দুই বিশিষ্টজন। তারা হলেন- অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন (মরণোত্তর) ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের অর্থনীতি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. আজিজুর রহমান খান।

চলতি বছরের জন্য যৌথভাবে তাদের এ পুরস্কার দেয়া হচ্ছে।

রোববার বিআইবিএমে এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ড. মাহবুব হোসেন মারা যান ২০১৬ সালের ৫ জানুয়ারি। এশিয়ান সোসাইটি অব এগ্রিকালচারাল ইকোনমিস্টের সভাপতি ছিলেন তিনি। ব্র্যাকের নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সোশ্যাল সায়েন্স বিভাগের প্রধান এবং বিআইডিএসের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে অধ্যাপক আজিজুর একজন উন্নয়ন অর্থনীতিবিদ। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সাইন্সেরও একজন সম্মানীত ফেলো।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।