প্যারিসের পোশাক প্রদর্শনীতে বাংলাদেশি ২৪ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

প্যারিসে চলমান তৈরি পোশাকের প্রদর্শনী টেক্সওয়ার্ল্ডে অংশ নিয়েছে বাংলাদেশের ২৪টি প্রতিষ্ঠান। এর ফলে পণ্য প্রদর্শনীর পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন এসব উদ্যোক্তারা। এছাড়া তাৎক্ষণিক কিছু রফতানি আদেশও পাওয়া গেছে।

গত রোববার প্যারিসের লি বারগ্যাটে এ প্রদর্শনী শুরু হয়। জার্মানি ভিত্তিক ম্যাসি ফ্রাঙ্কফুর্ট এ প্রদর্শনীর আয়োজন করে। রফতানি উন্নয়নে সহযোগিতা হিসেবে প্রদর্শনীতে অংশ নিতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। চারদিনের এ প্রদর্শনী আজ বুধবার শেষ হচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ ই কাজী ইমতিয়াজ হোসেইন। তিনি বলেন, সম্ভাব্য ক্রেতার কাছে নিজেদের পণ্য তুলে ধরার জন্য একটি বড় সুযোগ এ প্রদর্শনী।

বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম, ইপিবির যুগ্ম সচিব মোহাম্মাদ আবু হেনা মোরশেদ জামান এ সময় উপস্থিত ছিলেন।

এমইউএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।