ঈদ আনন্দে ঊর্ধ্বমুখি পুঁজিবাজার
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির পর প্রথম কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে বেড়েছে সব ধরনের সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ঈদ উপলক্ষে গত ১৫ থেকে ২০ জুলাই মোট ছয় দিন বন্ধ ছিল দেশের পুঁজিবাজার।
মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৪ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা ঈদের আগে শেষ কার্যদিবসের চেয়ে ২৮ কোটি টাকা কম। ১৪ জু্লাই লেনদেন হয়েছিল ৫২০ কোটি টাকা।
ডিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৮টির দাম বেড়েছে, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা।
এসআই/বিএ/পিআর