২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বিএসআরএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসআরএম গ্রুপের পাওয়ার প্রজেক্টের মূলধন বাড়ানো, ঋণ পরিশোধ ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য এ বন্ড ইস্যু করবে কোম্পানিটি। এ জন্য কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২৫ আগস্ট ( মঙ্গলবার)বিকেল ৪টায় চট্টগ্রামের সরনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই (বুধবার)।
উল্লেখ্য, জিরো কুপন বন্ডে কোনো সুদ দেওয়া হয় না। অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে এ ধরনের বন্ড ইস্যু করা হয়। কিন্তু মেয়াদ শেষে বন্ডের মালিক অভিহিত মূল্যের সমপরিমাণ অর্থ পেয়ে থাকেন।
এসআই/এসআইএস/এমএস