শ্রম অধিদফতরে যাচ্ছেন গ্রামীণফোন কর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

ট্রেড ইউনিয়ন নিবন্ধনে আদালতের রায় বাস্তবায়নের দাবি নিয়ে এবার শ্রম অধিদফতরে যাচ্ছেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নেতা-কর্মীরা। এর আগে তারা একই দাবি বাস্তবায়নে মানবন্ধন পালন করেছেন।

আদালতের রায় বাস্তবায়ন করে গ্রামীণফোন কর্মীদের অবিলম্বে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের দাবিতে গত ২৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেছেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা।

গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাফিকুর রহমান মাসুদ জাগো নিউজকে বলেন, দৈনিক বাংলার মোড় এলাকা থেকে শ্রম অধিদফতরে জড়ো হবেন ইউনিয়নের কর্মীরা।

তিনি আরও বলেন, সুজারল্যান্ডভিত্তিক শ্রমবিষয়ক সংগঠন ইউনিয়ন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিয়াজো কাউন্সিলের (ইউএনআইবিএলসি) সমন্বয়ক একে এম মোস্তফা কামাল, মো. আসিফ ইকবাল, বিএম জাহিদুর রহমানসহ গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সর্বস্তরের কর্মীরা উপস্থিত থাকবেন।

শাফিকুর রহমান মাসুদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের নিবন্ধনের আদেশ দিয়েছেন। আদালতের রায়ের কপি আমরা শ্রম অধিদফতরে জমা দিয়েছি। কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না। এভাবে চলতে থাকলে আমরা প্রধানমন্ত্রীর দুয়ারে যাব।

শ্রমিকবান্ধব এ সরকারের আমলে শ্রমিকের পক্ষে দেয়া আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনে গড়িমসি মেনে নেয়া যায় না। জিপিইইউ-এর রেজিস্ট্রেশনে কোনো বাধা দেয়া হলে কিংবা কালক্ষেপণ করা হলে কঠিন কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।

আরএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।