স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন


প্রকাশিত: ১০:০৩ এএম, ২০ জুলাই ২০১৫

আন্তর্জাতিক বাজারে গত পাঁচ বছরের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাজারে প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৮ দশমিক শূন্য ৫ ডলারে নেমে এসেছে, যা ২০১০ সালের মার্চের পর সর্বনিম্ন দাম। ২০১০ সালের ২৬ মার্চের পর সোমবারই প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুর দাম আউন্সপ্রতি ১ হাজার ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
 
চলতি বছর যুক্তরাষ্ট্রে ব্যাংকে গচ্ছিত অর্থের ওপর সুদের হার বাড়ানো হবে এ সংক্রান্ত গুঞ্জনের পর বিনিয়োগকারীরা তাদের গচ্ছিত স্বর্ণ বিক্রি করে দিচ্ছেন। ফলে মূল্যবান ধাতুটির দাম কমে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।
 
মন্দা কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্রমেই শক্তিশালী হয়ে ওঠায় এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দিতে পারে এমন সম্ভাবনার মুখে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলারের প্রতিই বেশি আগ্রহী হয়ে উঠছেন। আর এ কারণেই বিশ্ববাজারে স্বর্ণের দাম ২০১০ সালের পর সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে বলে অর্থনীতিবিদদের ধারণা।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।