খুলেছে ব্যাংক বিমা : কাটেনি ঈদের আমেজ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২০ জুলাই ২০১৫

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার খুলেছে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান। তবে অফিসগুলোতে এখনও কাটেনি ছুটির আমেজ।

তিন দিন ঈদের ছুটির পর সোমবার (আজ) ব্যাংক খুললেও প্রথম দিনে কমকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল কম। মতিঝিল ব্যাংক পাড়া ঘুরে দেখা গেছে, প্রায় ব্যাংকেই অলস সময় কাটছে কর্মকর্তাদের। লেনদেন নেই বললেই চলে। গ্রাহক ও কর্মকর্তাদেরও ঈদের কুশল বিনিময় করে সময় কাটাতে দেখা গেছে। ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যস্ততা কম থাকায় গল্প গুজবে সময় পার করছেন। বাংলাদেশ ব্যাংকেরও একই চিত্র। বেশিরভাগ বিভাগ ফাঁকা দেখা গেছে।অফিসে যারা এসেছেন তারাও নিজেদের মধ্যে কুশল বিনিময় আর আলাপ আলোচনায় ব্যস্ত।  

সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার ফনীন্দ্র ত্রিবেদী জাগোনিউজকে বলেন, তিন দিন ছুটির পর আজ (সোমবার) ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। কারণ অনেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আছে। দুই এক দিনের মধ্যে এসে পড়বে।

তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় ১০ ভাগের একভাগ লেনদেন হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরনের কোন লেনদেন হচ্ছে না। এ সপ্তাহে ক্রমান্বয়ে লেনদেন বাড়বে। আগামী সপ্তাহ থেকে স্বাভাবিকভাবে লেনদেন হবে।

এনসিসি ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ব্যাংকে কর্মকর্তাদের ৮০ শতাংশ উপস্থিতি রয়েছে। লেনদেন খুব বেশি হচ্ছে না। যারা এসেছেন তাদের লেনদেনের সাথে গল্প করে সময় পার হচ্ছে। আগামী সপ্তাহের শুরু থেকেই পূর্ণ আমেজে লেনদেন শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআই/এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।