রাজধানীতে চার দিনব্যাপী প্লাস্টিক মেলা শুরু
দেশের প্লাস্টিক পণ্যের প্রসার ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ১৬ দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ১৩তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৮।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশে দর্শনার্থীদের কোনো ফি দিতে হবে না।
মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারি প্রতিষ্ঠানসহ দেশে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারি ১৫ ক্যাটাগরিতে ৪৮০টি স্টল অংশ নিয়েছে।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এ মেলার আয়োজন করেছে।
বিপিজিএমইএ সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম প্রমুখ।
মেলা ঘুরে দেখা গেছে, প্রতিবারের মতো এবারও মেলায় মেশিনারিজ, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারিসহ বিভিন্ন প্লাস্টিক পণ্যের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলার আমেজ, নতুন পণ্য এবং প্রযুক্তির সমাবেশ আগের চেয়ে ভালো হবে বলে মনে করছে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টরা।
এসআই/এএইচ/জেআইএম