শেয়ারবাজারে ওষুধের দাপট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

শেষ সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে দাপট দেখিয়েছে ওষুধ ও রসায়ন খাত। সপ্তাহজুড়ে এ খাতের শেয়ার লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৯০ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৯ শতাংশ। সপ্তাহের প্রতি কার্যদিবসে এ খাতের গড় লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা।

সপ্তাহটিতে ৪০১ কোটি টাকার শেয়ার লেনদেনে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনে এ খাতের অবদান ১৯ শতাংশ। প্রতি কার্যদিবসে প্রকৌশল খাতের ৮০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মোট লেনদেনে ১৩ শতাংশ অবদান রেখে তৃতীয় স্থানে ছিল ব্যাংক খাত। এ খাতের মোট লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৩০ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৬ লাখ টাকা।

চতুর্থ স্থানে থাকা বস্ত্র খাতের অবদান ১১ শতাংশ। এ খাতে মোট লেনদেন হয়েছে ২০৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৬ কোটি ১০ লাখ টাকা।

অন্য খাতগুলোর মধ্যে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৬ শতাংশ, আর্থিক খাতের ৬ শতাংশ, টেলিকমিনিউকেশন খাতের ৬ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৫ শতাংশ, বিবিধ খাতের ৪ শতাংশ, সিমেন্ট খাতের ২ শতাংশ, সিরামিক খাতের ২ শতাংশ, আইটি খাতের ১ শতাংশ, বীমা খাতে ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ডের ১ শতাংশ, চামড়া খাতের ১ শতাংশ এবং সেবা-আবাসন খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।

এমএএস/এমএমজেড/ওআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।