সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

টানা দুই সপ্তাহ দরপতনের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। শেষ সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্য সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

শেষ সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৩ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৫৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ।

অপর দুটি সূচকের মধ্যে শেষ সপ্তাহে ডিএসই-৩০ বেড়েছে ৬৩ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ১২ দশমিক ৩৮ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ।

আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ১২ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ।

শেষ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৬০টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি শেষ সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ৩৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৩৭৪ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৬৬ লাখ টাকা বা ১৯ দশমিক ৯২ শতাংশ।

গড় লেনদেনের পাশাপাশি মোট লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৪৬ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৮৭৩ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৩৭৩ কোটি ২৭ লাখ টাকা।

গত সপ্তাহে মোট লেনদেনের ৮৬ দশমিক ৬৮ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৬ দশমিক ২৫ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৪ দশমিক ১২ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ২ দশমিক ৯৭ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

এদিকে গত সপ্তাহে মূল্য সূচকের পাশাপাশি ডিএসইর বাজার মূলধনের পরিমাণও কিছুটা বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭৯৯ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ১৮ হাজার ৮১৮ কোটি টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালের শেয়ার। কোম্পানিটির ১৮৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৮ দশমিক ১৯ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের শেয়ার লেনদেন হয়েছে ১২৯ কোটি ১২ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৫ দশমিক ৭৫ শতাংশ। ৯৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।

লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস কেবলস, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল টিউবস এবং গোল্ডেন হার্ভেস্ট।

এমএএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।