টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকটি মূল্য সূচকের উত্থান হয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো উভয় বাজার।

মূল্য সূচকের পাশাপাশি এ দিন ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।

বাজারে লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০২ কোটি ৪২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৬০ কোটি ২৯ লাখ টাকা। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে লেনদেন বাড়লো।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩০২ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৩ পয়েন্টে।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালের শেয়ার। কোম্পানিটির ৪৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, ড্রাগন সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিক, বিবিএস কেবলস, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ২৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ার দাম বেড়েছে। কমেছে ১১৮টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এমএএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।