টন প্রতি ১৫০ ডলার কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ২২ জানুয়ারি ২০১৮

টন প্রতি ১৫০ ডলার দাম কমেছে ভারতীয় পেঁয়াজের। ফলে বর্তমান মূল্য দাঁড়িয়েছে টন প্রতি ৭০২ ডলার। এতে পেঁয়াজের ঝাঁজ একটু কমবে বলে আশা করছেন আমদানিকারকরা। গত দুই মাসে ভারতীয় পেঁয়াজের দাম বাড়তে বাড়তে টন প্রতি ৮৫২ ডলারে ঠেকেছিল।

গত ২০ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন দামে এখন থেকে দেশের ব্যবসায়ীরা প্রতিবেশী দেশটি থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরের সিএনএফ এজেন্টের সদস্য এবং আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুনুর রশিদ জানান, তারা পেঁয়াজের নতুন দাম সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন।

গত বছরের ২৩ নভেম্বর ভারতের ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড (এনএএফইডি) পেঁয়াজের টন প্রতি সর্বোচ্চ দাম ধরে দিয়েছিল ৮৫২ ডলার। সেসময় দেশটির বাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছিল বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

প্রায় দুই বছর পর ভারতের আভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের যোগান বেড়ে যাওয়ায় নতুন করে এই দাম নির্ধারণ করা হলো।

এনএএফইডি'র চিঠির বরাত দিয়ে হারুন বলেন, এখন ভারত থেকে দেশের যেকোনো স্থলবন্দর দিয়ে টন প্রতি ৭০২ ডলারে পেঁয়াজ আমদানি করা যাবে।

দেশের পাইকারি বাজারে এখন দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।