দেশি ও ব্রয়লারের মুরগির দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৭ জুলাই ২০১৫

রাজধানীর বাজারে দেশি ও ব্রয়লারের মুরগির সরবরাহ কম থাকার অজুহাতে মুরগির দাম বাড়িয়ে দিয়ছেন দোকানিরা। দেশি মুরগি পিস প্রতি বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা আর ব্রয়লারের মুরগি কেজি প্রতি বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর নিউমার্কেটের এক নম্বর গেট সংলগ্ন ফুটপাতের বিরিয়ানী বিক্রেতা সিরাজ মিয়া জানান, গত দুই দিনের তুলনায় আজকের বাজারে মুরগির দাম বেশি।

তিনি আরো জানান, মাত্র দুদিন আগে একই সাইজের মুরগি প্রতি পিস ১৬০ টাকা দামে কিনলেও এখন তা ২২০ টাকা দামে কিনতে হচ্ছে।

সিরাজ মিয়া জানান, চাঁদরাতে বেচাকেনা ভাল হয়। নিউমার্কেট প্রায় সারারাত খোলা থাকে। তাই প্রতি পিস ৬০টাকা বেশি দর হলেও কেনা ছাড়া উপায় নাই।

ঈদকে সামনে রেখে শুধু দেশি মুরগিই নয়, দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। কেজি প্রতি ২০ থেকে ২৫টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বৃদ্ধিও ফলে মুরগী কিনতে গিয়ে সকলকেই  বিশেষ করে স্বল্প আয়ের লোকজন বিব্রত হয়েছেন।

মুরগি বিক্রেতারা বলছেন, ঈদের সময় চাহিদার তুলনায় মুরগি সরবরাহ কম থাকে। গত দুই তিনদিন যাবৎ রাজধানীর বাসিন্দারা প্রচুর মুরগি কিনেছেন। তাছাড়া রাস্তাঘাটে যানজট ও বৃষ্টির কারণে গাড়ি আসতে বিলম্ব হওয়ার কারণে দাম বেড়েছে বলেও জানান বিক্রেতারা।

নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদ মার্কেটের ‘নিউমার্কেট চিকেন হাউজ অ্যান্ড আকিব ব্রয়লার হাউজের কর্মচারী রমজান আলী জানান, দুই তিন আগেও লাইফ ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু এখন ১৮৫ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

তিনি জানান, তারা নরসিংদী ও গাজিপুরের পোলট্রি ফার্ম থেকে ব্রয়লার মুরগি কিনে থাকেন। ফার্ম মালিকরা গাড়ি নিয়ে তাদের দোকানে এসে মুরগি দিয়ে যান। কিন্তু দুদিন যাবৎ চাহিদা অনুযায়ী ও সময়মতো মুরগি পাচ্ছেননা। বৃহস্পতিবার ৩শ’ পিস মুরগি বিক্রি করেছেন। এক পর্যায়ে মুরগির মজুদ শেষ হওয়ায় ক্রেতা এসে ফিরেও গেছে।
 
তিনি বলেন, দাম বৃদ্ধির ব্যাপারে আমাদের কিছুই করার নেই। আমরা সারা বছর ব্যবসা করি। তাই ঈদ এলে দাম বাড়াবো এমন দোকানি নই। এখন বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে মুরগির ভ্যান গাড়িচালক জানান, সরবরাহে খুব বেশি ঘাটতি নেই। কৃত্রিম সংকট ও সরবরাহ কম অজুহাতে দোকানিরা দাম বাড়িয়ে বিক্রি করছে।

এমইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।