ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করল এনপিও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮

ই-নথি ও ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও)। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এ পদ্ধতি চালু করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে অবস্থিত এনপিও দফতরে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। এনপিও’র পরিচালক এস.এম. আশরাফুজ্জামানসহ শিল্প মন্ত্রণালয় এবং এনপিও’র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ই-নথি এবং ডিজিটাল হাজিরা পদ্ধতি চালুর ফলে এনপিও’র কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে সময়মতো নথি নিষ্পত্তির ক্ষেত্রে দায়বদ্ধতা ও জবাবদিহি মনোভাব তৈরি হবে। ডিজিটাল হাজিরা পদ্ধতি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো দফতরে আগমন ও প্রস্থান নিশ্চিত করবে। এ কার্যক্রমের ফলে উৎপাদনশীলতার সঙ্গে সম্পৃক্ত অংশীজনরাও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এসআই/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।